CNG: দিল্লিতে ফের দাম বাড়ল সিএনজি-র, মহার্ঘ্য উত্তর প্রদেশ ও হরিয়ানাতেও

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দাম ফের বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। কেজি প্রতি ২.৫ টাকা বেড়ে বৃহস্পতিবার দিল্লিতে সিএনজি-র বর্ধিত দাম পৌঁছেছে ৭১.৬১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে ১৪ এপ্রিল, বৃহস্পতিবার থেকেই। বিগত এক মাসের ব্যবধানে এই নিয়ে চতুর্থবার দাম বাড়ানো হয়েছে সিএনজি-র।

দিল্লির পাশাপাশি এদিন সিএনজি-র দাম বেড়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডাতে। হরিয়ানার গুরুগ্রামেও মহার্ঘ্য হয়েছে সিএনজি। উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা ও গ্রেটার নয়ডায় সিএনজি-র দাম বেড়ে হয়েছে ৭৪.১৭ টাকা। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে পৌঁছেছে ৭৯.৯৪ টাকা। উত্তর প্রদেশের মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে সিএনজি-র বর্ধিত দাম ৭৮.৮৪ টাকা প্রতি কেজি। কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৮৩.৪০ টাকা প্রতি কেজি ও রাজস্থানের আজমের, পালি ও রাজসমন্দে সিএনজি-র দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ৮১.৮৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *