Cricket : বিপ্রজিৎ,অভিজিৎ-‌এর ৪ উইকেট মহকুমার সেরা নবজারণ সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। মহকুমার সেরা নবজাগরণ সংস্থা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নবজাগরণ সংস্থা ১৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাইতুরবাজার প্লে সেন্টারকে। এদিন রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে হয় ম্যাচটি। নবজারণ সংস্থার গড়া ২৪২ রানের জবাবে পাইতুরবাজার প্লে সেন্টার মাত্র ৯১ রান করতে সক্ষম হয়। নবজারণ সংস্থার দুই বোলার অভিজিৎ কলই এবং বিপ্রজিৎ দেবকানঙ্গ-‌র সাড়াশি আক্রমণের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি পাইতুরবাজার প্লে সেন্টারের ব্যাটসম্যানরা।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নবজাগরণ সংস্থা ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রান কতরে। দলের পক্ষে বিপ্রজিৎ দেবকানঙ্গ ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬,রাজর্ষি চৌধুরি ৬০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪,মহ:‌ আলবাহার ৫৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ এবং অভিজিৎ কলই ৪৫ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। পাইতুরবাজার প্লে সেন্টারের পক্ষে সৈকত দাশগুপ্ত (‌৩/‌৩৮), রাসেল আলি (‌২/‌৩১) এবং মহ:‌ ইস্তেহার‌‌ (‌২/‌৪৬) সফল বোলার।

জবাবে খেলতে নেমে পাইতুরবাজার প্লে সেন্টারের ‌ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯১ রানে। দলের পক্ষে সাহেল দেববর্মা ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং মহ:‌ ইস্তেহার ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। নবজাগরণ সংস্থার পক্ষে বিপ্রজিৎ দেবকানঙ্গ (‌৪/‌১২) এবং অভিজিৎ কলই (‌৪/‌৩০) সফল বোলার।‌‌