বিলোনীয়া, ১৩ এপ্রিল৷৷ ভারতীয় যুবককে বাংলাদেশে ডেকে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে৷ বাংলাদেশ বর্ডার গার্ড ঘটনা অস্বীকার করেছে৷ গোমতী জেলা হাসপাতালে আহত যুবকের চিকিৎসা চলছে৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷সংবাদে প্রকাশ, পি আর বাড়ী থানার অন্তর্গত সিদ্ধিনগর মুসলিম পাড়া৷ পাড়াটি মুলত ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বাইরে ভারতীয় ভূখন্ডে অবস্থিত৷ বুধবার এলাকার যুবক আনোয়ার হোসেন (৩৫)কে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার নং আই বি পি ২১৩৩ এর কাছ থেকে বাংলাদেশ ফুলগাজি পুলিশ ষ্টেশনের কাছে ডেকে নিয়ে গুলি করে বলে অভিযোগ৷ স্থানীয় মানুষ আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় কোন ক্রমে ভারত নিয়ে আসে৷ আহত আনোয়ারকে বিলোনীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে গোমতী জেলা হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন৷
স্থানীয মানুষের বক্তব্য, আনোয়ার পেশায় কৃষক ও দিন মজুর৷ তাকে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়৷ ঘটনার পরই বি এস এফ এবং বিজিবি-র মধ্যে ফ্লেগ মিটিং হয়েছে৷ জানা গেছে, দুই দেশের সীমান্ত বাহিনীর জরুরী মিটিংয়ে রাবার বুলেট দিয়ে কিংবা অন্য কোন ভাবে আনোয়ার হোসেনকে আঘাত করার কথা অস্বীকার করা হয়েছে৷ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পরে৷