Cricket : নেতাজি সুভাষ বিদ্যানিকেতনকে হারিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। নজরুল বিদ্যাভবনও সেমিফাইনালে পৌঁছুলো। সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যায়ের খেলা শুরু হবে ১৯ এপ্রিল থেকে। দু’দিনের ম্যাচ। প্রতিদিন নব্বই ওভার করে খেলা। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে।

বিশেষ করে তনয় মন্ডলের দুর্দান্ত ব্যাটিং এবং বোলিংয়ের দৌলতে নজরুল বিদ্যাভবন সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের গড়া ২৩৩ রানের ইনিংসকে তাড়া করে জয় হাসিল করা, এটা সাধারণত প্রতিভাবানরা-ই পারে। সকাল ন’টায় এমবিবি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ২৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার জিতের ৮৭ রান এবং রুদ্র সেনগুপ্তের ৫৮ রান ও রাহুল সূত্রধরের ৪৯ রান উল্লেখযোগ্য। নজরুল বিদ্যাভবনের সাগর বিশ্বাস, সাহিল দীপঙ্কর দাস ও তনয় মন্ডল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের ছেলেরা ৪৩.৩ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে তনয় মন্ডলের অনবদ্য ব্যাটিং, সঙ্গে সাগর সূত্রধরের ৪৮ রান উল্লেখযোগ্য। তনয় মন্ডল ১১০ বল খেলে ১৭টি বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রান সংগ্রহ করে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। দিনের খেলা: কেন্দ্রীয় বিদ্যালয়, ওএনজিসি বনাম নন্দন নগর স্কুল। এমবিবি স্টেডিয়ামে, সকাল ন’টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *