ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। মূল পর্বের লড়াইয়ে পাঞ্জাব অনেকটাই চাপে রয়েছে। চালকের আসনে রয়েছে মধ্যপ্রদেশ। কর্নেল সি কে নাইডু মূল পর্বের খেলা চলছে। অন্যান্য ম্যাচগুলোতে মেঘালয় খেলছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। নাগাল্যান্ড – সিকিমের বিরুদ্ধে লড়ছে।গুজরাট – রাজস্থানের খেলা হচ্ছে আহমেদাবাদের মোতেরায়। উত্তর প্রদেশ ও বিদর্ভ খেলছে বদোদরায়। মুম্বাই এবং কর্ণাটক আহমেদাবাদের মোতেরায়। গুজরাটের বদোদরায় মতিবাগ ক্রিকেট গ্রাউন্ডের খেলায় দুটো দিন দখল করে নিয়েছে মধ্যপ্রদেশ। ক্রমশঃ ব্যাকফুটে রয়েছে পাঞ্জাব।
মঙ্গলবার ম্যাচ শুরুতে টস জিতে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। হর্স ও রাহুলের দুর্দান্ত জোড়া শতরানে অনেকটাই সমৃদ্ধ মধ্যপ্রদেশের স্কোর। দুদিনে মধ্যপ্রদেশ ১৭৯.৫ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৫০৯ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে ওপেনার হর্স গাওয়ালির ১৫১ রান, রাহুল বথামের অপরাজিত ১৩৫- এর পাশাপাশি রিতেশ শাক্যের ৫৭ রান এবং সুরজ সেনগারের ৫৩ রান যথেষ্ট উল্লেখযোগ্য। পাঞ্জাবের বোলারদের মধ্যে অভিনব শর্মা ৮০ রানের বিনিময়ে তিনটি এবং ইকজত সিং থিন্দ ও রোহিত কুমার দুটি করে উইকেট পেয়েছে। একইভাবে একটি করে উইকেট পেয়েছে শনভির সিং ও বিশ্ব প্রতাপ সিং। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনে পাঞ্জাব তাদের ব্যাটিং নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। তবে পাঁচ শতাধিক রানকে তাড়া করে কতটুক এগুতে পারে, তাই এখন দেখার বিষয়। ক্রিকেট বিশেষজ্ঞ অনেকে আবার পাঞ্জাবকে ফলোঅনে খেলতে হবে বলেও অনুমান করে নিচ্ছেন। মধ্যপ্রদেশ চালকের আসনে থেকে অনেকটা দাপটের সঙ্গে লড়ছে বলে মনে হচ্ছে।