IPL : পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের

মুম্বই, ১৩ এপ্রিল (হি.স.) : বুধবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা।

টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা প্রথমে বোলিং করব। আমরা যে পিচ খেলেছি তার মতোই মনে হচ্ছে, পেসারের জন্য সাহায্য করবে এবং সেটা কাজে লাগাতে হবে। শুধু একটি পরিবর্তন – টাইমাল মিলস ফিরে এসেছেন রমনদীপের জায়গায়।


টসের পর পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল বলেন, আমরা টস নিয়ে ভাবিনি এবং দুটোই করতে প্রস্তুত ছিলাম। আমাদের একাদশে কোনো পরিবর্তন হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স (একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, টাইমাল মিলস এবং বাসিল থামপি। পাঞ্জাব কিংস (একাদশ): মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ওডিয়ান স্মিথ, শাহরুখ খান, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা এবং আরশদীপ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *