ম্যানিলা, ১৩ এপ্রিল (হি.স.): বন্যা ও ভূমিধসে তছনছ হয়ে গিয়েছে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সের বিস্তীর্ণ প্রান্ত। বন্যা ও ভূমিধসে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অনেকেই নিখোঁজ, তাঁদের সন্ধানে চলছে উদ্ধারকাজ। বেশিরভাগ মৃত্যু হয়েছে বেবে শহরের আশেপাশের গ্রামগুলিতে।
বুধবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনর্গল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সের বিস্তীর্ণ প্রান্তে। মধ্য লেইতে শহরের বেবে শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫৮ জনের এবং ২৮ জন নিখোঁজ। আহত হয়েছেন শতাধিক গ্রামবাসী। পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।