আগরতলা, ১৩ এপ্রিল : বুধবার আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে এক বস্ত্র বিতরণ এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা: মানিক সাহা বলেন, বিজেপি সরকার সাধারণের সরকার। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেছে। তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতিতে যখন গরিব অংশের জনগণের বেঁচে থাকার জন্য খাদ্যের জোগান দেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল তখন তাদের জন্য কাজ করেছে বিজেপি সরকার।
তিনি বলেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার সাধারণ মানুষের জন্যই কাজ করে যাবে। এদিনের এই সভা থেকে ডা: মানিক সাহা সমাজের সকলকে বর্তমান সরকারের হাতে হাত মিলিয়ে উন্নতির পথে হাঁটতে আহ্বান জানান।