আগরতলা, ১৩ এপ্রিল : রাজধানী আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা থেকে ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নেশা সেবনকারী সন্দেহে আটক করা হয়েছে তাদের। তাদেরকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসা হয় পূর্ব আগরতলা থানায়।
পূর্ব থানার সেকেন্ড ওসি বিষ্ণুপদ দাস জানান, পুলিশের রুটিন চেকিংয়ের সময় তাদেরকে আটক করা হয়েছে। পুলিশের গতিবিধি দেখেই তারা পালিয়ে যেতে চাইছিলেন। তখনই সন্দেহ হয় পুলিশের। তাদেরকে সেখান থেকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। তাদেরকে মেডিকেল করানোর পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিষ্ণুপদ দাস। যদিও তাদের কাছ থেকে কোন প্রকার অপ্রীতিকর জিনিস উদ্ধার করতে পারেনি পুলিশ। শুধুমাত্র সন্দেহের বশেই তাদেরকে আটক করা হয়েছে।
এদিকে ধৃতদের অভিযোগ, তারা কোন বেআইনি কাজের সঙ্গে জড়িত নন। বিনা কারণেই পুলিশ তাদেরকে আটক করে নিয়ে এসেছে। তাদের কাছে কোন অপ্রীতিকর জিনিস অথবা নেশা সামগ্রী না থাকা সত্ত্বেও কেন তাদেরকে আটক করেছে পুলিশ, প্রশ্ন তুলেছেন ৬ জনেই।