আগরতলা, ১২ এপ্রিল : ২০২১ সালের ১৬ ই জানুয়ারি থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল। বর্তমানে সারাদেশে ১৮৫.৫৫ কোটি ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এই বিপুল পরিমান ভ্যাকসিন প্রদান করার জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব ও ৭ রামনগর মন্ডল সভাপতি তাপস দেব।
এদিন কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব বলেন, ভ্যাকসিন প্রদানের ফলে রাজ্য সহ দেশ আজ প্রায় করোনামুক্ত। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ও সুপরিকল্পীত পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রায় ৯৯% ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন প্রদানের কাজে আশা কর্মী এবং স্বাস্থ্যকর্মীর অবদান অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি।
৭ রামনগর মন্ডল সভাপতি তাপস দেবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসায় পঞ্চমুখ হন। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এই ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রাকে সম্পূর্ণ করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেককেই ধন্যবাদ জানান তিনি। বর্তমানে ১৫ থেকে ১৮ বছরের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে এবং প্রাপ্ত বয়স্কদের বোস্টার ডোজ দেওয়া হচ্ছে। এই বিশেষ অভিযানকে সফল করতে প্রত্যেকে এগিয়ে আসার আহবান জানান তাঁরা।