Stock Market: ধস অব্যাহত শেয়ার বাজারে, চিন্তায় বিনিয়োগকারীরা

মুম্বই, ১২ এপ্রিল (হি. স.): ধস অব্যাহত শেয়ার বাজারে। মঙ্গলবার সূচক পতনের মধ্য দিয়েই শুরু হল বাজার কেনা-বেচা। চিন্তায় বিনিয়োগকারীরা। এদিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক পড়ে ৩৫০ পয়েন্ট দাঁড়ায় ৫৮.৬০৬ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। সোমবার বাজার বন্ধের সময় ৪৮৩ পয়েন্ট (০.৮১ শতাংশ) বেড়ে বন্ধ হয় ৫৮, ৯৬৫ পয়েন্টে।

অন্যদিকে, নিফটির সূচক ১০৯ পয়েন্ট বেড়ে থামে ১৭, ৬৭৫ পয়েন্টে। আর মঙ্গলবার বাজার খোলার সময় নিফটির সূচক ১০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭, ৫৬৭ পয়েন্ট। এদিন যে সব সংস্থার শেয়ার ক্ষতির মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে হিন্ডালকো। সংস্থার শেয়ারের দাম ৩.০৬ শতাংশ কমে যায়। ক্ষতির মুখ দেখেছে টাটা স্টিল, উইপ্রো, এল অ্যান্ড টি, বাজাজ ফাইনান্স, টেক মাহিন্দ্রা এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *