ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। স্কুল ক্রিকেটে অঘটন। হেরে গেলো উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল। প্রথম ম্যাচে চমক দেওয়া উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল মঙ্গলবার শিশু বিহার স্কুলের কাছে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যায়। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান অভিরাজ এবং স্পর্শ ব্যর্থ হওয়ায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি। জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো শিশু বিহার স্কুল।
নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন শিশু বিহার স্কুল ৯৩ রানে পরাজিত করে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে। এদিন সকালে টসে জয়লাভ শিশু বিহার স্কুল ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। দলের পক্ষে সপ্তজিৎ দাস ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, শুভদীপ দাস ৬৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৯,জয়জিৎ সাহা ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং ধ্রুব কান্তি দেব ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ (অপ:) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে আবীর কর্মকার (৩/৪০), মহ: আব্দুল রেহান (২/১৯) এবং সৌরদীপ রায় (২/২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে তথাগত চক্রবর্তী (৩/১১) এবং ধ্রুব কান্তি দেবের (৩/১৩) দুরন্ত বোলিংয়ে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ইনিংস গুটিয়ে যায মাতর ৯০ রানে। দলের পক্ষে নিলাঞ্জন আচার্য ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং মহ:আব্দুল রহমান ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। শিশু বিহার স্কুলের পক্ষে এছাড়া দেবজিৎ সাহা (২/১৫) সফল বোলার।