নববর্ষ উপলক্ষ্যে দুস্থদের বস্ত্র বিতরণ 

আগরতলা, ১২ এপ্রিল : মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অলক রায়, কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।  সামনেই বাংলা নববর্ষ। আর এই দিনটিকে রঙিন করে তুলতে এদিন ওয়ার্ডের প্রায় দুই শতাধিক দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মেয়র দীপক মজুমদার ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অলক রায়কে ধন্যবাদ জানান। নববর্ষের এই পুণ্য দিনকে সামনে রেখে সমাজের সকল অংশের মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াসকে সাধুবাদ জানান তিনি।