শ্রীকাকুলাম, ১২ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় কোনার্ক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন মোট ৫ জন। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলাম জেলার জি সিগাদাম জোনের অন্তর্গত বাতুভা গ্রামের কাছে। নিহতরা সবাই গুয়াহাটিগামী একটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে থেমে গিয়েছিল তাঁদের ট্রেন, তাই ট্রেন থেকে নেমে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। ঠিক সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে কোনার্ক এক্সপ্রেস, কোনও কিছু বুঝে ওঠার আগের ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় ৫ জনের দেহ।
শ্রীকাকুলামের পুলিশ সুপার জানিয়েছেন, গুয়াহাটি এক্সপ্রেসের কেউ একজন চেন টানেন, ফলে ট্রেনটি থেমে যায়। ৫ জন ট্রেন থেকে নেমে রেললাইন পার হচ্ছিল। সেই সময় কোনার্ক এক্সপ্রেস ছুটে আসে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।