আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : বিজেপি পরিচালিত পুর নিগমের প্রথম বাজেট আজ পেশ করেছেন মেয়র দীপক মজুমদার। প্রথম বাজেটেই বড়সড় চমক দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আজ ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ করে তিনি ঘোষণা দিয়েছেন, বটতলা মহা শ্মশানে দেহ সত্কারে ফি নেবে না পুর নিগম। শুধু তাই নয়, নতুন করে পুরবাসীর ঘাড়ে করের বোঝা না চাপিয়ে সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে পুর বাজেটে। আজ পুর নিগমের মেয়র জানান, ২০২২-২৩ অর্থ বছরে ৩৬৭ কোটি টাকার বাজেট আজ পেশ করা হয়েছে। গত বছরের তুলনায় ১২১ কোটি টাকা বাজেটে বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে।
পুর নিগমের মেয়র এদিন বলেন, আগরতলার সার্বিক উন্নয়নের স্বার্থেই বাজেট প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। ২৫ বছরের বঞ্চিত উন্নয়ন পুরবাসীর কাছে পৌছে দেওয়ার লক্ষ্যেই এই বাজেট প্রস্তুত হয়েছে। তাঁর দাবি, করের বোঝা চাপানোর পক্ষে নয় পুর নিগম। বরং রাজস্ব আদায়ের মধ্য দিয়ে আয় বৃদ্ধির পরিকল্পনা রূপায়নে নিগম বদ্ধপরিকর।
এদিন বকেয়া সম্পদ কর আদায়ের রূপরেখার বর্ণনা দিয়েছেন পুর নিগমের মেয়র। বাজেট প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে বকেয়া সম্পদ কর প্রদান করা হলে মিলবে ৩০ শতাংশ ছাড়। তেমনি মে মাসের মধ্যে প্রদান করা হলে ২০ শতাংশ এবং জুন মাসের মধ্যে প্রদান করা হলে করের টাকার উপর ১০ শতাংশ ছাড় দেবে পুর নিগম। তাঁর সাফ কথা, জুন মাসের পর কর প্রদানকারী ছাড়ের সুযোগ পাবেন না।
সাথে তিনি যোগ করেন, অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে ভর্তুকি দেবে পুর নিগম। এক্ষেত্রে ২০২২-২৩ অর্থ বছরের সম্পদ কর এপ্রিল থেকে জুন মাসের জন্য ২০ শতাংশ এবং এপ্রিল থেকে সেপ্টেম্বরের জন্য ১০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে।
পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বেআইনি কসাইখানাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কসাইখানা নির্মাণ করা হবে। এদিন তিনি বলেন, করোনা মহামারির জন্য ২০২১-২২ অর্থ বছরের বিজ্ঞাপন করের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। তাঁর বক্তব্য, ব্যবসায়ীদের অনুরোধে পুর নিগম এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐকান্তিক চেষ্টায় আগরতলা শহরকে নতুন রূপে সাজানোর কাজ হাতে নেওয়া হয়েছে। স্মার্ট সিটির সার্বিক রূপ দিতে কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু, পুরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ওই পদক্ষেপ নিতে পিছপা হবে না নিগম। তাঁর সাফ কথা, আগরতলা শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে কোন আপোষ করবে না পুর নিগম। তাঁর দাবি, পুর নিগমের বাজেট আগরতলাবাসীর সার্বিক উন্নয়নের চিন্তা থেকেই পেশ করা হয়েছে। সকলের মতামত নিয়েই ওই বাজেট তৈরি হয়েছে।