ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। বিলোনিয়াতে চলতি সিনিয়র ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্টে সোমবার ব্লাডমাউথ ক্লাব মুখো মুখি হলো আমজাদ নগর ক্লাবের। ম্যাচে ব্লাডমাউথ ক্লাব ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো আমজাদ নগরকে। প্রথমে ব্যাট করে আমজাদ নগর দল ১০ ওভারে সব কটি উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে মাত্র ৩৯ রান। ব্যাটে কেউই তেমন ভরসা জোগাতে পারেনি। তবে এর মধ্যে বাপ্পা রায় ১১, নারায়ণ কর ৮ রানই করতে সক্ষম হলো। বল হাতে ব্লাড মাউথের পক্ষে কৌশিক ভৌমিক এবং কিষান দত্তরা তিনটি করে উইকেট ভাঙে। এছাড়া দুটি করে উইকেট নেয় বিল্টু ভৌমিক ও প্রতুষরা।
পাল্টা খেলতে নেমে ব্লাড মাউথ ক্লাব মাত্র ৬ ওভারেই এক উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে জয়ন্ত একাই ২৭ রান করে নেয়। সুবাদে জয়ের সফলতা পেয়ে গেল ব্লাডমাউথ ক্লাব।