মুজফ্ফরনগর, ১১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহতরা সকলে বন্ধু। হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করতে যাচ্ছিলেন তাঁরা। মৃতদের নাম-সোনু (২৯) ও রবি (২৮)। আহত অবস্থায় অঙ্কিত (২৬) নামে এক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের বাড়ি হরিয়ানার পানিপত জেলায়।
সোমবার সকালে স্টেশন হাউস অফিসার আশুতোষ কুমার জানিয়েছেন, তিন বন্ধু হরিদ্বারে যাচ্ছিলেন। গাড়িটি বেশ দ্রুত গতিতে ছুটছিল, দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সেতুতে। দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দেওয়া হয়েছে নিহতদের পরিজনকে।