PM Imran Khan : পাকিস্তানে আস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের হার, নয়া প্রধানমন্ত্রীর দৌড়ে শাহবাজ শরিফ

ইসলামাবাদ, ১০ এপ্রিল (হি.স.) : শনিবার মধ্যরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হলেন ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সকাল সাড়ে ১০টাতেই ইমরানের বিরুদ্ধে আস্থাভোট হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে ভোটাভুটির সময় পিছিয়ে দেওয়া হয়। তার পর দীর্ঘ সময় ধরে চলে চাপানউতোর। শেষমেশ রাত ১১টা বেজে ৫৮ মিনিটে শুরু হয় ভোটাভুটি। তাতে ৩৪২ আসনের পাকিস্তান অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে ১৭৪ জন ভোট দেন। তাতেই ইমরান অপসারিত হন। পাকিস্তানের ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী আস্থাভোটে হেরে সরতে হল তাঁকে। আবার পূর্বসূরি সকলের মতোই প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হল না।

তবে শনিবার রাতে ভোটাভুটিতে অংশ নেয়নি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। বরং ভোটাভুটি শুরু হওয়ার আগে অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান দলের সদস্যরা। শুধুমাত্র বিরোধী শিবিরের নেতা-নেত্রীরাই ইমরানের বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নেন। ইমরান নিজেও আস্থাভোট চলাকালীন অ্যাসেম্বলিতে উপস্থিত ছিলেন না। আস্থাভোটে পরাজয়ের পর মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান তিনি। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ। ইমরানের বিরুদ্ধে আন্দোলনে গোড়া থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *