নগাঁও (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অসমে আবারও এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এবার মধ্য অসমের নগাঁও জেলায় সংঘটিত হয়েছে এনকাউন্টারের ঘটনা। আগ্নেয়াস্ত্র পাচার-বাণিজ্যের সঙ্গে জড়িত অভিযোগে ধৃত জনৈক সামসুল হক পুলিশের হেফাজত থেকে পালাতে গেলে গুলিবিদ্ধ হয়েছে। নগাঁও সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
আজ রবিবার জেলা সদর পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, ঘটনাটি গতকাল শনিবার রাতে ডবকার শালবাগান এলাকায় সংঘটিত হয়েছে। তিনি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল তার বাসায় অভিযান চালিয়ে সামসুলকে গ্ৰেফতার করা হয়েছিল। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেখানে সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে সেখানে নিয়ে যেতে বলে সামসুল। তার কথামতো রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সেই গোপন স্থানের উদ্দেশ্যে সামসুলকে সঙ্গে নিয়ে রওয়ানা হয়েছিল পুলিশের দল।
কিন্তু নির্জন এক এলাকায় যাওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে পালানেোর চেষ্টা করে। তাকে রুখতে পুলিশ তার পা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলি তার ডান পায়ে লাগলে মুখ থুবড়ে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে নগাঁওয়ে ভোগেশ্বরী ফুকননি অসামরিক হাসপাতালে এবে ভরতি করা হয়েছে।