Prime Minister : হেরে ইতিহাস গড়লেন ইমরান, পাকিস্তানে আস্থা ভোটে প্রধানমন্ত্রীর হার এই প্রথম

ইসলামাবাদ, ১০ এপ্রিল (হি.স.) : শনিবার মধ্যরাতের পর পাকিস্তানে নয়া ইতিহাস তৈরি হয়েছে। অনাস্থা ভোটে হেরে পড়ে গেল ইমরান খানের সরকার। এর আগে কখনও কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হারতে হয়নি।

১৯৪৭ সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকে সেদেশে এখনও পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁরা কেউই নিজের ৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। সময়ের আগেই পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। প্রাক্তন পাক অলরাউন্ডার ইমরান খানও সেই রেওয়াজ অক্ষুণ্ণ রাখলেন। ইমরান অবশ্য বলেছিলেন, তিনি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাবেন, হার মানবেন না। শনিবার মধ্যরাতে দেখা গেল তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে ১৭৪টি ভোট পড়ল, আস্থা হারালেন ইমরান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা। ৩৪২ আসনের পাকিস্তান অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে ১৭৪ জন ভোট দেন। এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ। ইমরানের বিরুদ্ধে আন্দোলনে গোড়া থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি।