মালদা, ১০ এপ্রিল (হি. স.) : মালদার ইংরেজবাজার পুরসভার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায় । রবিবার সকাল ৯টা নাগাদ চিত্তরঞ্জন পুরবাজারের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
জানা গিয়েছে, ঘটনায় ওই দোকানের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই দোকানের পাশে থাকে আরও ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ।