বাঁকুড়া, ১০ এপ্রিল (হি. স.) : রামনবমীর মিছিলে পুলিশের বাধায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। রবিববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানো গ্যাসের সেল।
এদিন রামনবমীর মিছিলে প্রায় হাজার দশের অধিক মানুষ যোগ দেয়।মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।মিছিল মাচানতলার সন্নিকটে হাজির হলে পুলিশ মিছিলের পথ পরিবর্তন করে অন্যপথে ঘুরে যাবার নির্দেশ দিলেই শুরু হয় গন্ডগোল । মিছিলে যোগদান কারীদের বক্তব্য চিরাচরিত পথ ধরেই মিছিল যাবে।উপস্থিত পুলিশ আধিকারিকদের বক্তব্য রমজান মাস চলছে তাই মসজিদের সামনে দিয়ে যাওয়া চলবে না।পাল্টা উদ্যোক্তাদের বক্তব্য ওই পথ দিয়েই বরাবর মিছিল যায়, কখনও কোনও ঝামেলা হয় নি ,এবার বাধা কেন? এই প্রশ্নের সদুত্তর না পেতেই মিছিলে যোগদানকারীরা উত্তেজিত হয়ে ওঠে, মিছিল ওইখানেই দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকলেও পুলিশ অনড় থাক। এরপর জোর করেই পুলিশের বেষ্টনী ভেঙেই মিছিল যাওয়ার চেষ্টা হলে পুলিশ নির্বিচারে লাঠি চালায় ও পরে কাঁদানে গ্যাস চালায়।পুলিশের লাঠিতে বহু মানুষ আহত হয়, মহিলারাও বাদ যায়নি বলে ও অভিযোগ।এরপরই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।এই ঘটনায় সারা বাঁকুড়া শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই ঘটনায় সাধারণ মানুষ পুলিশের অতি সক্রিয় তাকেই দায়ী করেছেন। এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য মেলে নি।