Rajesh Bhushan: রবি থেকে শুরু প্রাপ্ত বয়স্কদের বুস্টার টিকা, স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক রাজেশ ভূষণের

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): রবিবার, ১০ এপ্রিল থেকেই প্রাপ্তবয়স্কদের অর্থাৎ ১৮-৫৯ বছর বয়সীদের বুস্টার টিকা দেওয়া শুরু হবে দেশে। তার আগে শনিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বেসরকারি কেন্দ্র থেকেই মিলবে বুস্টার টিকা, সে জন্য ১৫০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি কেন্দ্রগুলি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি টিকাদান কেন্দ্রগুলি ভ্যাকসিনের খরচ ও টিকা প্রদানের জন্য পরিষেবা চার্জ হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত নিতে পারবে।

দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা দেওয়া হয়েছে, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই টিকাই দেওয়া হবে। বুস্টার ডোজের জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, কারণ সমস্ত প্রাপকের নাম ইতিমধ্যেই কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করা হয়েছে।গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ১০ এপ্রিল থেকে বুস্টার টিকা দেওয়া শুরু হবে। তবে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই তা নিতে হবে।