নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল দিল্লির আজাদ মার্কেট এলাকায়। শনিবার ভোরে আজাদ মার্কেট এলাকায় অবস্থিত পাঁচটি দোকানে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা। আগুন ছড়িয়ে পড়ে তিনটি বিল্ডিংয়ে। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় সকাল ৭.৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে ৫ জন সামান্য আহত হয়েছেন। দমকল জানিয়েছে, আগুন নেভানোর সময় সিলিন্ডার ফেটে ৫ জন সামান্য আহত হয়েছেন। সকলেই নিরাপদে ও স্থিতিশীল রয়েছেন।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোরে আজাদ মার্কেট এলাকায় অবস্থিত পাঁচটি দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২০টি ইঞ্জিন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, আগুন ছড়িয়ে পড়ে তিনটি বিল্ডিংয়ে। একটি বিল্ডিং আবার আগুনের তীব্রতায় ভেঙে পড়ে। বিভাগীয় দমকল অফিসার রাজিন্দর অটওয়াল জানিয়েছেন, দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছিল আগুন। দমকল জানিয়েছে, আগুন নেভানোর সময় সিলিন্ডার ফেটে ৫ জন সামান্য আহত হয়েছেন। সকলেই নিরাপদে ও স্থিতিশীল রয়েছেন। কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।