৫৩টি দেশের মধ্যে সশরীরে পৌঁছেছেন ১৫টি দেশের প্ৰতিনিধিবর্গ, বাকিরা অংশগ্রহণ করবেন ভার্চুয়াল পদ্ধতিতে
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আজ শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হয়েছে কমনওয়েলথ সংসদীয় সংস্থার দ্বিদিবসীয় সভা। এই সভা ছাড়া অন্য কাৰ্যক্ৰমে অংশগ্রহণ করতে পাঁচদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি এসেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিরলা। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়া পৌঁছেছেন কমনওয়েলথ সংসদীয় সংস্থার সদস্য ৫৩টি দেশের মধ্যে ১৫টি দেশের প্রতিনিধিগণও। বাকিরা অংশগ্রহণ করবেন ভার্চুয়াল পদ্ধতিতে।
অসমে এই প্ৰথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ পাৰ্লিয়ামেন্টারি সংস্থা (সিপিএ)-র সভা। অসম বিধানসভায় অনুষ্ঠিত সিপিএ-র মধ্যবৰ্ষীয় কাৰ্যনির্বাহী সমিতির সভায় ব্ৰিটিশের অধীনস্থ কমনওয়েথ দেশ এবং দেশের নয়টি অঞ্চলের আঞ্চলিক সহ মোট ৫৩টি দেশের প্ৰতিনিধিগণ অংশগ্রহণ করেন। ইতিমধ্যে ১৫টি দেশের প্রতিনিধিরা এসে পৌঁছলেও বাকি দেশের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সমগ্ৰ কমনওয়েলথে ১৭ হাজার সাংসদ এবং ১৮০টি সংসদীয় পরম্পরার দেশ জড়িত৷ ইতিমধ্যে কমনওয়েলথ সংসদীয় সংস্থার কমন পার্লিয়ামেন্টারি অ্যাকাউন্ট (সিপিএ)-র বহু আন্তর্জাতিক প্ৰতিনিধিগণও গুয়াহাটি এসে পৌঁছেছেন৷ দুদিনের এই কার্যক্রম ছাড়া ১১ এবং ১২ এপ্ৰিল গুয়াহাটিতে অষ্টম সিপিএ ইন্ডিয়া রিজিওন সম্মেলনও অনুষ্ঠিত হবে।
আজ সকালে নির্দিষ্ট সময় অসম বিধানসভা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিরলা। সে সময় বিভিন্ন দেশের প্রনিধিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্কৃতি, পৰ্যটন ও উন্নয়ন মন্ত্ৰী জি কিষাণ রেড্ডি, অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি প্রমুখ। দুটি কাৰ্যসূচিই অসম বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত ভারতে প্ৰথমবারের মতো অসম বিধানসভা দেশের হয়ে সিপিএ-এর মধ্যবৰ্ষীয় কাৰ্যনির্বাহী সমিতির সভার আয়োজন করেছে। ভারতের আঞ্চলিক সম্মেলনে সব বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলের নেতা, লোকসভা এবং রাজ্যসভার সদস্য সহ ২০০-এর বেশি প্ৰতিনিধি অংশগ্ৰহণ করেন। আন্তর্জাতিক স্তরেরে বিশাল আয়োজন উপলক্ষ্যে সাজিয়ে-গুজিয়ে বেজায় আকৰ্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে বিধানসভাকে।