খয়েরপুরে বাইকের ধাক্কায় আহত ব্যাঙ্ক কর্মচারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ শনিবার সকালে খয়েরপুরে বাইকের ধাক্কায় এক ব্যাংক কর্মচারী আহত হয়েছেন৷ আহত ব্যাংক কর্মচারীর নাম বাদল চন্দ্র ভৌমিক৷ জানা যায় তিনি হেঁটে যাচ্ছিলেন৷ তখন ঐ একটি দ্রুতগামী বাইক এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাইকের ধাক্কা ছিটকে পরে তিনি গুরুতর ভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এগিয়ে যান এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যাঙ্ক কর্মী বাদল চন্দ্র ভৌমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকাবাসী জানিয়েছেন ট্রাফিক বিধি অমান্য করে বিশেষ করে বাইক চালকরা বেগতিক গতিতে চলাফেরা করে৷ সে কারণেই এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে বলেও তারা অভিযোগ করেন৷ খয়ের পুর এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা আরও বাড়ানোর জন্য দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *