নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। শনিবার আম আদমি পার্টির সঙ্গে সমস্ত ধরনের সম্পকের ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন হিমাচল প্রদেশের ৩ জন বড় নেতা। গেরুয়া শিবিরে শামিল হয়েছেন হিমাচল প্রদেশে আম আদমি পার্টির সভাপতি অনুপ কেশরী, সংগঠনের সাধারণ সম্পাদক সতীশ ঠাকুর এবং উনার সভাপতি ইকবাল সিং। শনিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে এই ৩ বড় নেতাকে বিজেপিতে শামিল করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। জে পি নাড্ডা সকলকে দলে স্বাগত জানিয়েছেন।
বিজেপিতে যোগ দেওয়ার পরই আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছেন অনুপ কেশরী। তিনি বলেছেন, “আমরা বিগত ৮ বছর ধরে আপ-এর জন্য আমরা পরিশ্রম করেছিলাম, কিন্তু আমাদের উপেক্ষা করা হয়েছে। হিমাচল প্রদেশের জনগণের প্রতিও অবজ্ঞা করা হয়েছে। মান্ডিতে একটি সমাবেশ চলাকালীন, দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের কোনও নেতাকে স্থান দেওয়া হয়নি।”
অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল নিজের দলের কর্মীদের দিকে নজর দেন না। যারা ৮ বছর ধরে দলের জন্য ঘাম ঝরিয়েছেন, তাঁরা রথে দাঁড়ানোর সুযোগও পাননি। এই আপ নেতারা নিজেদের আত্মসম্মান ও হিমাচলের আত্মসম্মানের জন্য বিজেপিতে যোগ দিয়েছেন।”