শ্রীনগর, ৬ এপ্রিল (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার ত্রালে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে একজন আনসার গাজাওয়াত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য ছিল, অপর জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগরের খানমোহ এলাকায় সরপঞ্চকে হত্যা-সহ বেশ কিছু সন্ত্রাসী অপরাধের সঙ্গে যুক্ত ছিল নিহত জঙ্গিরা।
কাশ্মীর পুলিশ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার অবন্তীপোরার ত্রালে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর বুধবার ভোর থেকেই ত্রাল এলাকায় তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়, এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, ত্রাল এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয়েছে। নিহত হয়েছে আনসার গাজাওয়াত-উল-হিন্দ জঙ্গি সাফাত মুজফ্ফর সোফি ওরফে মুয়াভিয়া এবং লস্কর জঙ্গি উমর তেলি ওরফে তালহা। শ্রীনগরের খানমোহ এলাকায় সরপঞ্চকে (সমীর আহমেদ) হত্যা-সহ বেশ কিছু সন্ত্রাসী অপরাধের সঙ্গে যুক্ত ছিল নিহত জঙ্গিরা।