আগরতলা, ৫ এপ্রিল (হি. স) : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ডা. মানিক সাহা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত, ডা. মানিক সাহা বর্তমানে প্রদেশ সভাপতির দায়িত্বেও রয়েছেন।
আজ শপথ নেওয়ার পর এক টুইট বার্তায় ডা. সাহা লেখেন, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমাকে রাজ্যসভার সদস্য নির্বাচিত করা হয়েছে এবং আজ সংসদের উচ্চ কক্ষে সাংসদ হিসেবে শপথ নিয়েছি। সাথে তিনি সংসদে ত্রিপুরার সার্বিক বিষয় উত্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা-কে ধন্যবাদ জানিয়েছেন। এদিন তিনি আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে মিলে ত্রিপুরার সামগ্রিক বিকাশ এবং এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা বানাতে অংশিদারিত্ব এবং প্রচেষ্টা জারি রাখব।
এদিন এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ পদে শপথ নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সাথে তিনি লেখেন, আমি নিশ্চিত সংসদের উচ্চ কক্ষের অন্যান্যদের সাথে মিলে দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন এবং রাজ্যবাসীর উন্নতির জন্য ত্রিপুরার কণ্ঠস্বর হিসেবে কাজের ছাপ রাখবেন।

