নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দাম, করুণ দুর্দশার মধ্যে শ্রীলঙ্কার নাগরিক

কলম্বো, ৫ এপ্রিল (হি.স.): চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে বেসামাল অবস্থা শ্রীলঙ্কায়। সঙ্কটের দরুণ দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। চালের দাম ২২০ টাকা প্রতি কিলোগ্রাম এবং এক কিলোগ্রাম গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে ১৯০০ টাকা দরে। ফলের দামও আকাশছোঁয়া। ফলের দামও অগ্নিমূল্য। মঙ্গলবার কলম্বোর একটি বাজারে আপেল বিক্রি হয়েছে ১০০০ টাকা প্রতি কিলোগ্রাম, নাশপাতি বিক্রি হয়েছে ১৫০০ টাকা প্রতি কিলোগ্রাম দরে।

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দামে করুণ দুর্দশার মধ্যে শ্রীলঙ্কার নাগরিকরা। বিক্রেতারা জানিয়েছেন, ৩-৪ মাস আগে আপেল বিক্রি হয়েছিল ৫০০ টাকা প্রতি কেজি ধরে, কিন্তু এখন বিক্রি হচ্ছে ১০০০ টাকা প্রতি কেজি দরে। মানুষের হাতে টাকা নেই। ঠিকমতো বিদ্যুৎ নেই, খাবার নেই, অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, সবমিলিয়ে দুর্দশার মধ্যে শ্রীলঙ্কার নাগরিকরা।