Sonia Gandhi: কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা গণতন্ত্র ও সমাজের জন্য অপরিহার্য : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা গণতন্ত্র এবং সমাজের জন্য অপরিহার্য। দলীয় সাংসদদের এই বার্তাই দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সকালে ১০ জনপথে দলের একটি বৈঠকের পৌরহিত্য করেন কংগ্রেস সংসদীয় পার্টি (সিপিপি)-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। দলের সাংসদদের সঙ্গে বৈঠক চলাকালীন সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমাদের পুনরুজ্জীবন কেবল আমাদের একার গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং গণতন্ত্র এবং সমাজের জন্যও এটা অপরিহার্য।’

এদিন বিরোধীদের ‘ভয় দেখানো’-র জন্য সোনিয়া গান্ধী সরকারে থাকা এনডিএ জোটকে তোপ দাগেন। পাশাপাশি এদিন দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে সোনিয়া দাবি করেন, ইউক্রেন থেকে ফিরিয়ে আনা মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যত শীঘ্রই নিশ্চিত হওয়া দরকার। এদিনের বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, পি চিদম্বরম, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *