নয়াদিল্লি, ২ এপ্রিল (হি. স.) : করোনার টিকা আর ইঞ্জেকশনের সূঁচ ফোটাতে হবে না। নাকেই দেওয়া হবে করোনা টিকা। এমনই এক ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই টিকা বাজারে পাওয়া যাবে। টিকাটি তৈরি করেছে রুশ গবেষণা সংস্থা গামালেয়া সেন্টার। এরাই তৈরি করেছিল স্পুটনিক ভি।
গামালেয়া সেন্টারের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই ধরনের টিকা তৈরির কাজ দীর্ঘদিন ধরেই চলছিল। গত অক্টোবরে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক এই টিকাকে ছাড়পত্র দেয়। করোনা এবং ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিশ্বে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। আগামীদিনে এই ভাইরাসে আক্রান্তের নাকে দেওয়া হবে টিকা।