নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): নেপাল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার মধ্যে। শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রতিনিধি স্তরের আলোচনায় মিলিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তার আগে উভয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথাও বলেছেন। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ভারতের বিদেশমন্ত্রী প্রমুখ। হায়দরাবাদ হাউসে প্রতিনিধি স্তরের আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা যৌথভাবে জয়নগর (ভারত) এবং কুরথা (নেপাল)-র মধ্যে আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা যৌথভাবে ভারত সরকারের লাইন অফ ক্রেডিট-এর অধীনে নেপালে নির্মিত সোলু করিডোর ১৩২ কিলো ভোল্ট পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশন উদ্বোধন করেছেন। উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে নেপালে রুপে (RuPay) চালু করেছেন। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার উপস্থিতিতে ভারত ও নেপালের মধ্যে নথিপত্র এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবং বিনিময় হয়েছে। নেপাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোটে যোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিন-দিনের ভারত সফরে শুক্রবারই দিল্লিতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তাঁর স্ত্রী ডাঃ আরজু দেউবা এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সঙ্গে ভারত সফর এসেছে। শুক্রবার সকালে সস্ত্রীক রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন নেপালের প্রধানমন্ত্রী। গত বছরের জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর নেপালের প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।