আগরতলা, ২ এপ্রিল : রাজধানী আগরতলা শহর সংলগ্ন চানমারি এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বৃদ্ধের নাম দেবেন্দ্র মালাকার।
স্থানীয় লোকজন রাস্তার পাশে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ঐ ব্যাক্তি জীবি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে তার ছেলে হাসপাতালে ছুটে আসে। তিনি জানান, তার বাবা শনিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না। তবে বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি পথদুর্ঘটনা কিনা তা নিয়েও দ্বিধাদন্দ্ব দেখা দিয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।