নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): নিজেদের স্বপ্ন সন্তানদের ওপর চাপিয়ে দেবেন, ছাত্র-ছাত্রীদের স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত, তাঁদের স্বপ্ন অনুসরণ করা উচিত। বাবা, মা ও অভিভাবকদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘পরীক্ষা পেয়ে চর্চা’-র পঞ্চম সংস্করণে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এদিন অভিভাবকদের উদ্দেশে বলেছেন, “নিজেদের স্বপ্ন সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় অভিভাবকদের। নিজেদের ভবিষ্যতের বিষয়ে তাঁদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। বাবা-মায়েরা কখনও কখনও তাঁদের সন্তানদের শক্তি এবং আগ্রহগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ব্যর্থ হন। আমাদের বোঝা উচিত যে প্রতিটি সন্তানই অসাধারণ কিছু দিয়ে আশীর্বাদপ্রাপ্ত হয়, যা বাবা-মা এবং শিক্ষকরা অনেক সময় আবিষ্কার করতে ব্যর্থ হন।”

