মেলবোর্ন, ১ এপ্রিল (হি.স.): অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরে মাউন্ট ডিসপয়েন্টমেন্টে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় একজন পাইলট ও ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন মহিলা। পরে দুর্ঘটনাস্থলে যান ট্রান্সপোর্ট সেফটির তদন্তকারীরা।
একটি প্রাইভেট চার্টারের অংশ দু’টি হেলিকপ্টার মেলবোর্নের সিবিডি থেকে মাউন্ট ডিসপয়েন্টমেন্টের উপর দিয়ে উত্তর দিকে উড়ে যাচ্ছিল, এমন সময় সকাল ৯টার পরে নিখোঁজ হয়। হেলিকপ্টার কোম্পানি মাইক্রোফ্লাইট দু’টি চপার অপারেটিং করছিল, যে দু’টিই উত্তর ভিক্টোরিয়ার উলুপনা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল ১০.৩০ মিনিট নাগাদ হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পায় পুলিশ, আকাশ থেকে হারিয়ে যাওয়া হেলিকপ্টারটিকে বেলা ১১.৪৫ মিনিট নাগাদ খুঁজে পায় পুলিশ। সেখান থেকে ৫ জনের দেহ উদ্ধার হয়।