আগরতলা / ধর্মনগর, ১ এপ্রিল : রাজধানী আগরতলা শহর সংলগ্ন আরকে নগরে এবং উত্তর ত্রিপুরা জেলার বাগবাসায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। দুটি ক্ষেত্রে ৪ জনকে আটক করেছে পুলিশ ও টি এস আর বাহিনী।
ঘটনার বিবরণে জানা গেছে, মান্দাইর বিনোদ কোবরা পাড়া থেকে তিন যুবক একটি অটো করে খয়েরপুরের উদ্দেশ্যে আসছিল। তারা ব্যাগে করে শুকনো গাজা নিয়ে আসছে বলে টি এস আর এর কাছে সুনির্দিষ্ট খবর ছিল। ওই খবরের ভিত্তিতে টি এস আর বাহিনীর জওয়ানরা অটোটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় অটো থেকে তিন যুবককে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে ৩০ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। গাজার ওজন ৩১ কেজি। গাঁজাসহ আটক তিন যুবকের বাড়ি বিহার বলে জানা গেছে। তারা শুকনো গাজা নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই ত্রিপুরায় এসেছিল। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
এদিকে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসা থানার পুলিশ একটি বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। নয়টি প্যাকেটে করে ওই গাজা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গাড়ি চালক সঞ্জীব নমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধেও এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও কারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করার জন্য পুলিশ ও নিরাপত্তা কর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ত্রিপুরা সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। রাজ্য সরকারের এই পরিকল্পনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে একাংশের নেশা কারবারি নানা কৌশলে তাদের নেশা সামগ্রী পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। রাজ্যের মাটিতে বেআইনিভাবে ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে। এই উৎপাদিত গাজা বিভিন্ন রাজ্যে এমনকি বহি:রাষ্ট্রে পাচার করা হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

