Thief : লেম্বুছড়ায় স্টেট ব্যাঙ্কে লুটপাটের চেষ্টা, একই রাতে দুই দোকানে চুরি

আগরতলা, ১ এপ্রিল : লেম্বুছড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় লুটপাটের চেষ্টা চালিয়েছিল চোরের দল। শুক্রবার সকালে সাফাই কর্মী কাজ করতে গিয়ে লক্ষ্য করেন ব্যাংকের একটি জানালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে ওই সাফাই কর্মী ব্যাঙ্ক ম্যানেজার এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ব্রাঞ্চ ম্যানেজার সূর্য দাস সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে, একই রাতে লেম্বুছড়া বাজারে দুইটি দোকানে চুরি হয়েছে।


জানা গেছে, লেম্বুছড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার একটি জানালার গ্রিল কেটে এবং কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ব্যাংকের লকার ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বহু চেষ্টা করেও তারা ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সূর্য দাস জানিয়েছেন, টাকা লুটপাট করতে না পারলেও ব্যাংকের একটি ডেক্সটপ ভেঙ্গে চুরমার করে দিয়ে গেছে দুর্বৃত্তরা। বিভিন্ন কাগজপত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে গেছে। 


ব্রাঞ্চ ম্যানেজার আরো জানান, সকালে কাজ করতে এসে সাফাই কর্মী এই ঘটনা প্রত্যক্ষ করেন। এ ব্যাপারে স্থানীয় পুলিশকে অবগত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাঞ্চ ম্যানেজার জানান, ব্যাংকে নৈশকালীন প্রহরী নেই। ব্যাংকের শাখায় লুটপাট চালানোর চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। জানা গেছে, একই রাতে লেম্বুছড়া বাজারের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *