জোলাইবাড়ি, ১ এপ্রিল : জোলাইবাড়ি থেকে টাকারজলার হারিয়া কোবরা পাড়ায় আসার সময় একটি ইকো গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ১০ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা আহতদের উদ্ধারের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে দমকল বাহিনী এবং পুলিশকে খবর পাঠানো হয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে টাকারজলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইকো গাড়ির চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
2022-04-01