Accident : বাইক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক

তেলিয়ামুড়া, ৩১ মার্চ : দ্রুত গতিতে বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক৷ আহত যুবকের নাম বিক্রম নম:৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে৷ 


সংবাদে জানা গেছে, বিক্রম নম: তেলিয়ামুড়া বাজার থেকে নিজের বাইকে করে নয়নপুরস্থিত নিজ বাড়িতে যাচ্ছিল৷ তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের নেতাজি নগর এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে পড়ে যায়৷ পথচারীরা এই দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকলকর্মীরা বিক্রম নম:কে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতাল৷ 


এদিকে, তেলিয়ামুড়াতে প্রতিনিয়তই যান দুর্ঘটনা ঘটে থাকলেও ট্রাফিক তরফ থেকে যান দুর্ঘটনা এড়াতে নেই কোন ব্যবস্থাপনা৷