কালাইন (অসম), ৩১ মার্চ (হি.স.) : করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অন্তৰ্গত কালাইনের রেঞ্জার পিংকু সিংকে বদলি করেছে বন দফতর। পিংকু সিংকে বদলি করা হয়েছে তিনসুকিয়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের সাইখোয়া রেঞ্জে। কালাইনে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন করিমগঞ্জ সোশিয়াল ফরেস্টের রামকৃষ্ণনগর রেঞ্জের অফিসার পঙ্কজ কলিতা।
গতকাল ৩০ মার্চ বন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রবি এস প্রসাদ এক আদেশ জারি করে রাজ্যের কয়েকজন রেঞ্জ ফরেস্ট অফিসারকে বদলির নির্দেশ দিয়েছেন। ওই নির্দিশিকায় শিবহরি সিনহা, শান্তনু পাটোয়ারি, মোশারফ হোসেন চৌধুরী, অলকরঞ্জন দেব প্ৰমুখের নামও রয়েছে।
প্রসঙ্গত, কালাইনের রেঞ্জার পিংকু সিঙের নামে এর আগে বার-কয়েক বদলির আদেশ জারি হয়েছিল। কিন্তু অজ্ঞাতকারণে সে সব আদেশ কার্যকর হয়নি। তবে গত বছরের ৭ অক্টোবর বন ও পরিবেশ বিভাগের এফআরই ৯৮/২০২০/ ১৩-এল নম্বরের এক নোটিফিকেশনের প্রসঙ্গ উল্লেখ করে এবার তাঁকে তিনসুকিয়ায় বদলি করা হয়েছে।
এদিকে একই আদেশে ধুবড়ির চেক স্টেশনের রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহাকে কাছাড়ের মণিয়ারখাল ফরেস্ট রেঞ্জে বদলি করা হয়েছে। মণিয়ারখাল থেকে শান্তনু পাটোয়ারিকে মাজুলি সোশিয়াল ফরেস্ট্রিতে পাঠানো হয়েছে। বন বিভাগের গুয়াহাটি সেন্ট্রাল আসাম সার্কল, সেন্ট্রাল চেকিং রেঞ্জের অফিসার মোশারফ হোসেন চৌধুরীকে ধুবড়ি চেক স্টেশনে শিবহরি সিনহার স্থলাভিষিক্ত করা হয়েছে। হাইলাকান্দি ডিভিশনের পাঁচগ্রাম রেঞ্জের অলকরঞ্জন দেবকে জালুকবাড়ি অসম ফরেস্ট স্কুলে বদলি করা হয়। অন্যদিকে জালুকবাড়ি ফরেস্ট স্কুল থেকে নয়নজ্যোতি গগৈকে বিশ্বনাথ ওয়াইল্ড লাইফ ডিভিশনের সেন্ট্রাল রেঞ্জে বদলি করা হয়েছে। এভাবে বিশ্বনাথ ঘাটের ইকবাল হোসেনকে বুড়াপাহাড় রেঞ্জে বদলি করা হয়েছে।
এদিকে গৌহাটি হাইকোর্টে ২০২১ সালের ১৭ ডিসেম্বর ডব্লিউপি (সি) ৫৩৯৯/২০২১ নম্বরের এক রিট পিটিশনের প্রেক্ষিতে ফরেস্ট অফিসার লেখেশ্বর দাসকে চাকরিতে পুনর্বহাল করে নিম্ন অসম সার্কলে প্লান অফিসার পদে অ্যাটাশড করা হয়েছে।

