বুধবার নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে ৩১ মার্চ দেখা করবেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, এই অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। ৩০ মার্চ, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের, কিন্তু বুধবারের পরিবর্তে বুধবার অর্থাৎ ৩১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা।

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রধানমন্ত্রীকে অবগত করতে পারেন বাংলার বিজেপি সাংসদরা। সম্প্রতি বীরভূম জেলার রামপুরহাটের বগটুইয়ের ঘটনার কথাও প্রধানমন্ত্রীর কানে তুলবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার ১৭ জন বিজেপি সাংসদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী কোনও বিষয়ে জানতে চাইলে বিশদে রাজ্যের পরিস্থিতির কথা তাঁরা তুলে ধরবেন মোদীর কাছে।