নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : ফিফা ক্রমতালিকায় ৮৯তম জায়গায় থাকা বাহারিনের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। শনিবার হারতে হল বেলারুশের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া পরাস্ত হল ৩-০ গোলে।
ফিফা ক্রমতালিকায় বাহারিনের থেকে ৫ ধাপ পিছনে থাকলেও বেলারুশ দল হিসাবে বেশ শক্তিশালী। প্রথমত তাঁরা ভারতের থেকে ১০ ধাপ উপরে আছে। দ্বিতীয়ত বেলারুশের এই দলটা নিয়মিত ইউরোপীয় দলগুলির বিরুদ্ধে খেলে। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রথম গোল পায় বেলারুশ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি পায় ইউরোপের দেশটি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে তৃতীয় গোল করে ভারতের কফিনে শেষ পেরেক পোঁতেন বেলারুশের ভালেরি। আগের ম্যাচে বাহারিনের বিরুদ্ধে যে রক্ষণ নিয়ে কোচ ইগর স্টিমাচ অসন্তোষ প্রকাশ করেছিলেন, বেলারুশের বিরুদ্ধে সেই রক্ষণই ডোবাল ভারতকে। মূলত রক্ষণে ভুল বোঝাবুঝির জন্যই গোলগুলি খেতে হল।
দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ হারলেও টিম ইন্ডিয়া মাঝে মাঝে ভাল প্রতিরোধ গড়তে পেড়েছে। সেটাই যা ভরসা দেবে টিম ইন্ডিয়াকে। এরপর এশিয়া কাপের বাছাই পর্বের চূড়ান্ত পর্বে খেলতে হবে স্টিমাচের ছেলেদের। আপাতত নজর থাকবে সেদিকেই।