ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরার উন্নয়নে অংশীদার হওয়ার ডাক ত্রিপুরা বিধানসভার অধক্ষ্য-র

আগরতলা, ২৬ মার্চ : শনিবার ভগৎ সিং যুব আবাসে টি এস ই সি এল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ সংঘের দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজদুর সংঘের সহ-সভাপতি অসীম দত্ত সহ অন্যান্যরা।

 সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দেশ এবং রাজ্য গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তারা যেন আন্তরিকভাবে প্রয়াস নেন।

 অধ্যক্ষ আরও বলেন, সব অংশের মানুষের সার্বিক সহযোগিতা নিয়েই সরকার বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবায়িত করতে চায়। প্রত্যেকে সহযোগিতার হাত প্রসারিত না করলে সরকারের প্রচেষ্টা সঠিকভাবে বাস্তবায়িত করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে বিদ্যুৎ নিগমের যারা কর্মরত রয়েছেন তাদের বলিষ্ঠ দায়িত্ব ও ভূমিকা রয়েছে। কেননা বিদ্যুৎ এর উপর নির্ভর করেই একদিন একদিকে যেমন মানুষের নিত্য দিনের জীবন যাপন চলেছে ঠিক তেমনি শিল্প এবং কৃষিক্ষেত্রেও বিদ্যুতের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। 

বিদ্যুতের কর্মীরা যদি সঠিক সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তাহলে সরকারের প্রকল্প পরিকল্পনা বাস্তবায়িত করা কোনভাবেই সম্ভব হবে না বলেও তিনি মনে করেন। সে দিক দিয়ে বিদ্যুৎ নিগমের কর্মচারীদের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। ত্রিপুরাকে স্বনির্ভর রাজ্য এবং শ্রেষ্ঠ রাজ্য গঠনে বিদ্যুৎ নিগমের প্রতিটি কর্মীকে এগিয়ে আসার জন্য তিনি এ আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *