Covid19: দেশে ওঠা-নামা করছে কোভিড-সংক্ৰমণ, মৃত্যু হার বেড়ে ১.২১ শতাংশ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): ভারতে এই মুহূর্তে ওঠা-নামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। একধাক্কায় মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়ল, কিছু রাজ্যের ব্যাকলগ যুক্ত হয়ে ৪,১০০ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত হয়েছে কোভিড মৃতদের তালিকায়। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। বিগত ২৪ ঘন্টায় ৪,১০০ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত হয়েছে কোভিড মৃতদের তালিকায়।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৬৭,৪১-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪,৭৮৯জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৯ লক্ষ ০৭ হাজার ৪৭৯ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৮২,৮৭,৬৮,৪৭৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫,২০,৮৫৫ (১.২১ শতাংশ)-তে পৌঁছেছে। শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৩৪৯ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৮০,৪৩৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ। নতুন করে ১,৬৬০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,৩০,১৮,১০২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *