Mamata Banerjee: ১০ দিন রাজ্যজুড়ে চলবে বিশেষ অভিযান, নির্দেশ মমতার

কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : ‘আর কোনও রকম অশান্তি বরদাস্ত করবে না রাজ্য।’ বৃহস্পতিবার বগটুইয়ে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ দিন রাজ্যজুড়ে চলবে বিশেষ অভিযান।

পুলিশি অভিযান চলবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উদ্ধার করা হবে বেআইনি অস্ত্র। সূত্রের খবর, ইতিমধ্যে জেলা পুলিশ সুপারদের এই অভিযানের নির্দেশ দিয়েছেন ডিজিপি।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছিল। এমনকী, একাধিক খুনের খবরও সামনে এসেছে। যার জেরে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমন পরিস্থিতি কড়া বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বললেন, “আর কোনও রকম অশান্তি বরদাস্ত করব না। কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে। যাঁরা পারবেন না তাঁদের পুলিশে থাকার প্রয়োজন নেই।”
জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের ডিজি মনোজ মালব্য জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন। যেখানে আগামী ১০ দিন রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বোমা, বন্দুক-সহ বেআইনি অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই চলবে অভিযান। জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। প্রসঙ্গত, সোমবার রাতে রামপুরহাটে বোমা মেরে খুন করা হয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে। এর পরই সেই রাতে বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি। এই ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *