নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও মান দেখা করবেন বূলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে এটি মান-র প্রথম দিল্লি সফর। মান গত ১৬ মার্চ শহীদ ভগত সিং নগর জেলার খটকার কালান গ্রামে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইটে লেখেন, “পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ভগবন্ত মানকে অভিনন্দন। পঞ্জাবের বৃদ্ধি এবং রাজ্যের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করব।” মুখ্যমন্ত্রী হিসাবে ভগবন্ত মান-এর প্রধান ঘোষণাগুলির মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী অ্যাকশন হেল্পলাইন নম্বর চালু করা।

