Sanjay Raut: নির্বাচন শেষ হতেই মুদ্রাস্ফীতি ফিরছে, এটাই বিজেপির খেলা : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে দুষলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বললেন, জ্বালানি তেলের দাম বাড়ছে, নির্বাচন শেষ হতেই মুদ্রাস্ফীতি ফিরে আসছে, এটাই তো বিজেপির আসল খেলা। তাঁর মতে, প্রকৃত ইস্যু রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ অথবা ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা ও হিজাব নয়, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।

২০২১ সালের ২ নভেম্বরের পর গত মঙ্গলবারই প্রথম দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের, মঙ্গলবারের পর বুধবারও ফের দামি হয়েছিল জ্বালানি তেল। বুধবার আবার দাম বেড়েছে সিএনজি ও পিএনজি-র। এই মূল্যবৃদ্ধি নিয়েই বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ছে, নির্বাচন শেষ হতেই মুদ্রাস্ফীতি ফিরে আসছে, এটাই তো বিজেপির আসল খেলা।