শিলচর (অসম), ২৪ মার্চ (হি.স.) : বাংলাকে সহযোগী রাজ্য ভাষা করা হলে ব্যক্তিগত ভাবে তাঁর এবং বৃহত্তর বড়ো জনগোষ্ঠীর কোনও আপত্তি থাকবে না। দৃঢ়তাৰ সঙ্গে বলেছেন বড়ো সাহিত্য সভার উপ-সভাপতি তথা বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. দীননাথ বসুমতারি। সম্প্রতি বরাক উপত্যকার একটি দৈনিক পত্রিকার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শিলচরে এসেছিলেন ড. দীননাথ। শিলচরের এক অভিজাত হোটেলে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ)-এর এক প্রতিনিধি দলের সাথে দীর্ঘক্ষণ আন্তরিক আলোচনার সময় এই অভিমত ব্যক্ত করেছেন তিনি।
বিডিএফ-এর অন্যতম সদস্য দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়ে বলেছেন, বাংলাকে সহযোগী রাজ্যভাষা করার দাবিতে বিডিএফ-এর তরফে মুখ্যমন্ত্রীকে প্রেরিত স্মারকলিপির একটি প্রতিলিপি তাঁর হাতে তুলে দেন বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর প্রতিনিধিরা। কথা প্রসঙ্গে বড়ো ও বাঙালিদের দীর্ঘদিনের সুসম্পর্ক ও পারস্পরিক আদান-প্রদানের তথ্য বিডিএফ সদস্যদের সামনে তুলে ধরেন বিশিষ্ট এই বড়ো বুদ্ধিজীবী।
ড. বসুমতারি বলেন, বড়ো জনগোষ্ঠীর পরিচিতি ও স্বীকৃতি প্রদানে বাঙালিদের অনন্য অবদান রয়েছে। এ প্রসঙ্গে বাঙালি ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের নামোল্লেখ করে তিনি বলেন, তাঁর ‘কিরাত ও জনকৃতি’ বইটি বড়োদের কাছে বাইবেল স্বরূপ। এছাড়া এ ব্যাপারে বাঙালি বুদ্ধিজীবী ‘প্রমোদ ভট্টাচার্য’-এর উদ্ধৃতিও দেন তিনি। ভৌগলিক নৈকট্য থাকায় শিক্ষাদীক্ষা, চিকিৎসা ইত্যাদি ব্যাপারে পশ্চিমবঙ্গের সাথে বড়োদের দীর্ঘ যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলস্বরূপ এখনও বড়ো ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে গেলে তাঁদের লোকদের মুখে প্রথম বাংলাই উচ্চারিত হয়, অসমিয়া নয়।
এদিকে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করতে গিয়েও ড. দীননাথ বসুমতারি বরাকের বিশ্ববিদ্যালয় আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলনে ছাত্র সংগঠন আকসা-কে বড়ো নেতৃত্ব সম্পূৰ্ণ সমর্থন ও সহযোগিতা করেছিলেন এবং তার বিপরীতে পৃথক বড়োল্যান্ডের দাবিতে আবসু-র আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছিলেন আকসা সহ বরাক উপত্যকার জনগণ। তিনি এ-ও বলেন, যে কোনও আগ্রাসন থেকে ভাষা সংস্কৃতিকে রক্ষা করতে হলে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. বসুমতারি এদিন বাংলাকে রাজ্যে সহযোগী ভাষার স্বীকৃতির প্রসঙ্গটি বড়ো সাহিত্য সভার পরবর্তী বৈঠকে তুলে ধরবেন এবং সরকারি ভাবে সমর্থন জানানো যায় কিনা তার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ড. দীননাথ বসুমতারির সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় ছিলেন বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়, কল্পার্ণব গুপ্ত, হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।