নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): মঙ্গলবারের পর বুধবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮০ পয়সা, মুম্বইয়ে দুই জ্বালানি তেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮৫ পয়সা। বাকি দুই মেট্রো শহরেও মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল। ২০২১ সালের ২ নভেম্বরের পর মঙ্গলবারই প্রথম দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের, মঙ্গলবারের পর বুধবার ফের দামি হল জ্বালানি তেল।
মূল্যবৃদ্ধির পর বুধবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম পৌঁছেছে ৯৭.০১ টাকা ও ডিজেল ৮৮.২৭ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-১১১.৬৭ টাকা ও ৯৫.৮৫ টাকা। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়ে ১০৬.৩৪ টাকায় পৌঁছেছে ও ডিজেল ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯১.৪২ টাকা। জ্বালানি তেলের দাম বেড়েছে চেন্নাইতেও, সেখানে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে ৭৫ পয়সা বেড়ে ১০২.৯১ টাকা ও ডিজেল ৭৬ পয়সা বেড়ে ৯২.৯৫ টাকা।

